শ্রমিক অসন্তোষ, আশুলিয়ার ৩৫ কারখানায় ছুটি
Nasir Uddin | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪

বকেয়া বেতন পরিশোধ, বার্ষিক ১৫ শতাংশ বেতন বৃদ্ধি ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকার আশুলিয়ার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এমন পরিস্থিতিতে আজ সোমবার সকালে ও দুপুরের পর অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার একই দাবিতে কর্মবিরতি পালন করায় একটি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ।
বিজিএমইএ ও শিল্প পুলিশ বলছে, আশুলিয়ায় আজ বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ থেকে ২০ শতাংশ করার দাবিতে কাজ বন্ধ বা শ্রমিকরা কাজ না করে চলে গেছে, এমন কারখানার সংখ্যা ৩৫টি। আশুলিয়ার নরসিংহপুর ও আশপাশের এসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপ, নিউ এইজ, ডেকো, ব্যান্ডো ডিজাইন, ভিনটেজ, নীট এশিয়া, মানতা, ডেবুনিয়ার, অরবিটেক্স, এএম ডিজাইন, ইসলাম গার্মেন্টস, দ্য রোজ, অ্যাপারেলস গ্যালরি, এথিক্যালসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন।
গার্মেন্টস মালিক সংগঠন সূত্রে জানা যায়, সকালে বেশ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সাত দফা দাবিতে কাজ বন্ধ রেখেছেন। এদের মধ্যে বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে ১২টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দুপুর পর্যন্ত ১৯টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এথিকালসহ আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে যায়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রমিকদের কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাই তারা কাজ বন্ধ করে বসে আছে, তবে কোনো প্রকার অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।
‘এ অঞ্চলের ১৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর কাজ না করে চলে গেছে এমন কারখানার সংখ্যা ১৫ থেকে ১৬টি।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।