স্বর্ণ ও রুপার স্মারক মুদ্রার দাম বাড়ল

Nasir Uddin | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ২০:১৩

ফাইল ছবি

স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার দাম। বেড়েছে রুপার মুদ্রার দামও। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে প্রতিটি স্মারক মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৩৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ২৫ হাজার টাকা। একইসঙ্গে রুপার মুদ্রার দাম ১০০০ টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা ও রুপার দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে।

মুদ্রার নতুন দাম উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা এবং স্মারক রৌপ্য মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য সাত হাজার পুনর্নির্ধারণ করা হলো।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top