ট্রাম্পের শুল্কের পাল্টা কূটনীতি: ঢাকা কি পারবে যুক্তরাষ্ট্রকে বোঝাতে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৫:১৮

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক—ট্রাম্পের ঘোষণা ইতোমধ্যেই ঢাকার অর্থনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। তবে এই সংকটের মাঝেই আশার বার্তা—ওয়াশিংটনের সঙ্গে একটি নতুন ‘উইন-উইন’ চুক্তিতে আগ্রহী হয়েছে ঢাকা।
এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান—বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও লাভজনক শুল্ক-চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চলছে।
এই মুহূর্তে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অবস্থান করছেন ওয়াশিংটনে। সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তারা একাধিক দফা বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে।
গত সোমবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠিতে জানানো হয়—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে। এই ঘোষণার পরই শুরু হয় কূটনৈতিক তৎপরতা।
প্রেস সচিব জানান, আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন শেখ বশিরউদ্দীন।
ঢাকার অবস্থান পরিষ্কার—আমরা চাই কূটনৈতিক সংলাপের মাধ্যমে একটি বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধান। এমন একটি সমঝোতা, যা দুই দেশের অর্থনীতির জন্যই হবে লাভজনক। সবার চোখ এখন ওয়াশিংটনের দিকেই—আসছে কি তাহলে এক নতুন বাণিজ্য অধ্যায়? নাকি তৈরি হচ্ছে আরও বড় শুল্ক সংঘাত?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।