• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


করোনাকালেও রেমিট্যান্সে উন্নতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৯:০০

ছবি:  সংগৃহীত

করোনা মহামারির শুরুর পর থেকেই শঙ্কা ছিল ধস নামতে পারে দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। কিন্তু তেমনটা ঘটেনি। করোনার মধ্যেই ২০২০ সালে বাংলাদেশ পেয়েছে ২২ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮৪ হাজার ৮০০ কোটি ডলার রেমিট্যান্স। ফলে প্রবাসী আয় প্রাপ্তির দিক থেকে এ বছর এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এমন তথ্যই প্রকাশ করেছে গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (নোমাড)।

সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী আয় কিছুটা কমলেও বেড়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে।

২০২০ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে ছিল ভারত। দেশটিতে গেল বছর প্রবাসী আয় এসেছে ৮৩ বিলিয়ন ডলারের বেশি। এরপরের অবস্থানে আছে চীন। তাদের আয় প্রায় ৬০ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে মেক্সিকো, ফিলিপাইন, মিসর ও পাকিস্তান। দেশগুলো গেল বছর যথাক্রমে ৪৩, ৩৫, ৩০ ও ২৬ বিলিয়ন ডলার প্রবাসী আয় অর্জন করেছে।

সপ্তম স্থানে আছে বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২২ বিলিয়ন ডলার। ২০১৯ সালে বাংলাদেশে প্রবাসী আয় এসেছিল ১৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

দ্য গ্লোবাল নলেজ পার্টনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন অনুযায়ী, মহামারি করোনার কারণে সারাবিশ্বে প্রবাসী আয় কমেছে দেড় শতাংশের মতো। তবে আয় বেড়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের বেশ কয়েকটি দেশের। ২০২০ সালে দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২ শতাংশ যা পরিমাণগত দিক থেকে যা ১৪৭ বিলিয়ন ডলার। বাংলাদেশে ২০১৯ সালের তুলনায় প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top