আগে পণ্য, পরে দাম পাবে ইভ্যালি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০৬:৫৩
ই-কমার্স থেকে কেনাকাটার বেলায় পণ্য আগে, তারপর দাম পাবে বিক্রেতা বা মার্চেন্টরা। ইভ্যালি, আলেশা মার্টসহ সকল প্রতিষ্ঠানের ব্যাপারে এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করবে একটি থার্ড-পার্টি কোম্পানি যারা ক্রেতার হাতে পণ্য পৌঁছানোর আগ পর্যন্ত পেমেন্ট স্থগিত রাখবে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) হাফিজুর রহমান।
তিনি বলেন, গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর ডেলিভারি মেসেজ দিলে তারপর বিক্রেতা মূল্য পাবেন। সেক্ষেত্রে প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে।
তিনি পরামর্শ দেন, গ্রাহকেরা কেনাকাটায় যেন বৈধ ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা বিকাশ - নগদের মতো মাধ্যম ব্যবহার করেন। কোনোভাবেই আগাম যেন নগদ অর্থ পরিশোধ না করেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে, গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালি'র দেনার পরিমাণ ৪০৩.৮০ কোটি টাকা। যেখানে কোম্পানিটির চলতি সম্পদ মাত্র ৬৫.১৭ কোটি টাকা।
এ প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, লংকাবাংলা এবং ঢাকা ব্যাংক দেশের ১০টি ই-কমার্স সাইটের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করে। এগুলো হচ্ছে- ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট এবং নিডস।
এনএফ৭১/২০২১
বিষয়: ই-কমার্স কেনাকাটা মার্চেন্ট কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ঢাকা ব্যাংক ইভ্যালি আলেশা মার্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।