করোনায় মারা গেলেন ফজল-এ-খোদা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ২১:১৯
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গীতিকার ফজল-এ-খোদা। রোববার (৪ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ফজল-এ-খোদার পুত্রবধূ ফারহানা তানিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে ফজল-এ-খোদার বড় ছেলে করোনায় আক্রান্ত হন। এরপর ২৯ জুন করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে ফজল-এ-খোদা ও তার স্ত্রীর রিপোর্ট। প্রথমে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৩০ জুন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী রোববার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, 'অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ফজল-এ-খোদা তার সৃজনশীল কর্মের মধ্য দিয়ে সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা ফজল-এ-খোদা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।