অস্কারে ‘রেহানা মরিয়ম নূর’
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ২৩:০৫
৯৪তম অস্কার আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমাটি।
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ জানান, ১৯ অক্টোবর বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করা হয় ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটিকে।
প্রতি বছরের মতো এবারো অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। এ লক্ষে চলচ্চিত্র বাছাইয়ের জন্য গঠন করা হয় ৮ সদস্যের কমিটি। ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয় চলচ্চিত্র। এ প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৪ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।