গ্রেফতার হতে পারেন আরিয়ানকে আটক করা এনসিবি অফিসার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ০৬:৪৬
গ্রেফতার হতে পারেন শাহরুখপুত্র আরিয়ানকে আটক করা এনসিবির অফিসার সমীর ওয়াংখেড়ে। তিনি নিজেই এই কথা জানিয়েছেন মুম্বাই পুলিশের কাছে। সেইসঙ্গে অনুরোধও করেছেন, তাকে যেন ফাঁসানো না হয়।
মাদক নিয়ন্ত্রণের ‘নায়ক’ বলা হয় সমীর ওয়াংখেড়েকেকে। তবে সমালোচনার পাল্লাটাই বেশি ভারী তার। বিশেষ করে বলিউডের প্রতি যেন ব্যক্তিগত আক্রোশ রয়েছে তার। গেল কয়েক বছরে বারবার সেটার প্রমাণ দিয়েছেন তিনি। এমনকি ২০১১ সালে আমদানি শুল্ক না দেওয়ায় মুম্বাই বিমানবন্দরে আটকে দেন বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। শেষ পর্যন্ত শুল্ক মিটিয়ে ছাড়াতে হয় ট্রফি।
২০১৩ সালে মুম্বাই বিমানবন্দরে ওয়াংখেড়ের হাতে বিদেশি মুদ্রা-সহ ধরা পড়েন গায়ক মিকা সিং। এছাড়া অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল বর্মাদের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলাতেও তল্লাশি চালিয়েছেন সমীর। অভিনেতা সুশান্ত সিং রাজপূতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করেন তিনি। রীতিমতো ঝড় তুলে দেন এই ইস্যুতে পুরো ভারতে। সর্বশেষ তিনি আলোচনায় আসেন শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করে। তার হাতে আটক হয়েই মুম্বাইয়ের কারাগারে আছেন আরিয়ান।
এবার মূলত ঘুষ গ্রহণের দায়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন তিনি। শুধু তাই নয়, নিজের নিরাপত্তা নিয়েও শংকিত সমীর। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দেয়া পলাতক ব্যক্তির ড্রাইভার দাবি করেছেন, সমীর ১৮ কোটি টাকা লেনদেন করেছেন আরিয়ানকে ফাঁসাতে। ব্যাস, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বলিউডে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।