শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

'মিশন এক্সট্রিম' নিয়ে খেলার মাঠে ঐশীরা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৬:১৫

'মিশন এক্সট্রিম' নিয়ে খেলার মাঠে ঐশীরা

পুলিশি অ্যাকশন নির্ভর সিনেমা ‘মিশন এক্সট্রিম’ প্রশংসা পেয়ে ছাড়পত্র পেয়েছে সেন্সরে। সিনেমাটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর। বর্তমানে চলছে প্রচারণা।

তারই অংশ হিসেবে শনিবার (২০ নভেম্বর) চলমান বাংলাদেশ-পাকিস্তান টি-২০ ম্যাচ দেখতে ‘মিশন এক্সট্রিম’ টিম ছুটে গেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ারের সঙ্গে এতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সুদীপ বিশ্বাস দীপ ও দীপু ইমাম। ছিলেন না নায়ক আরিফিন শুভ।

মাঠে দর্শক গ্যালারিতে বসে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহ দিতে দেখা যায় তাদের। সবার হাতে ছিল ‘মিশন এক্সট্রিম’র পোস্টার। এ প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। বাংলাদেশের ম্যাচে মাঠে বসে এভাবে সিনেমার প্রচারণা করবো, এটা কখনো ভাবিনি। সত্যি বিষয়টি অন্যরকম লাগছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top