পশুপ্রেমের জন‌্য পুরস্কার পেলেন জয়া

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০৬:৩৫

পশুপ্রেমের জন‌্য পুরস্কার পেলেন জয়া

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এ পর্যন্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা। এবার অন‌্যরকম পুরস্কার পেলেন তিনি। তাও আবার অভিনয়ের জন‌্য নয়, বরং পশুপ্রেমের জন‌্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হলেন এই শিল্পী।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পশুপ্রেমের জন্য সম্মাননা পেয়ে আনন্দিত জয়া বলেন, ‘আমি পুরস্কৃত হচ্ছি, এজন‌্য আনন্দিত নই। বরং অসাধারণ এই উদ্যোগের জন‌্য আনন্দ হচ্ছে। এটা প্রাণীপ্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

জয়া আহসানসহ মোট ১১ জনকে এই পুরস্কার দেয়া হয়েছে। বাকিরা হলেন- প্রাণবিক প্রজন্মে মো. আবু বকর সিদ্দিক (পথপ্রাণী উদ্ধারকর্মী), পথে পথে প্রাণ রক্ষায় রাজশাহীর সুধা রানী এবং ঢাকার প্রেসী পুষ্পিতা সরকার। প্রাণবিক প্রাণী চিকিৎসক ডা. ফাতিহা ইমনুর ইমা, গণমাধ্যমে প্রাণবিকতায় প্রবীর কুমার সরকার, ভেটেরিনারি শিক্ষা ও চিকিৎসায় প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, জনস্বাস্থ্য ও পথপ্রাণী রক্ষায় বেনজির আহমেদ, প্রাণবিক বন সংরক্ষক মোল্যা রেজাউল, প্রাণবিক নগর পিতা আতিকুল ইসলাম এবং বিশেষ মরণোত্তর সম্মাননা দেওয়া হয় রেশাদ কামালকে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top