ইভ্যালি প্রতারণা মামলায় হাইকোর্টে মিথিলা-ফারিয়ার জামিনের আবেদন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:১৭
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
রবিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী জেসমিন সুলতানা।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সঙ্গীত শিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ইভ্যালি মিথিলা ফারিয়া শবনম ফারিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।