রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

কাওসার আহমেদ চৌধুরীর লেখা বিখ্যাত যত গান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০২

কাওসার আহমেদ চৌধুরীর লেখা বিখ্যাত যত গান

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন কালজয়ী গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

চলে গেলেও কাওসার আহমেদ চৌধুরী নিজেকে কালজয়ী করে নিয়েছেন জীবদ্দশাতেই। লিখেছেন বিখ্যাত কিছু গান। যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে গেছে বিশুদ্ধ বাতাসের মতো।

তার লেখা বিখ্যাত গানগুলো হচ্ছে- ‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে’, ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়ল তোমায়’, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’ এছাড়া সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমি, কারে ভালোবাসো তুমি’, লাকী আখন্দের ‘এই নীল মণিহার’-এর মতো নন্দিত গানগুলো রচনা করে নিজেকে অবিস্মরণীয় গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তাই চলে গেলেও কাওসার আহমেদ চৌধুরী বেঁচে থাকবেন তার লেখা গানের সুরে, অন্তমিলে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top