শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অভিনেত্রী অনন্যা চ্যাটার্জির মৃত্যু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২২, ০৫:৫৪

অভিনেত্রী অনন্যা চ্যাটার্জির মৃত্যু

ভারতীয় বাংলা সিনেমা ও টিভি অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি মারা গেছেন। শুক্রবার (২৬ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনন্যা চ্যাটার্জিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অনন্যা। তার অভিনীত প্রথম টেলিভিশন সিরিয়াল ‘দিন প্রতিদিন’। এতে রুদ্রনীল ঘোষের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেন। যেমন: তিথির অতিথি, আলেয়া, অনন্যা প্রভৃতি।

২০০৫ সালে ‘রাত বারোটা পাঁচ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অনন্যা। এরপর অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—প্রভু নষ্ট হয়ে যাই, দ্বন্দ্ব, আবহমান, ইতি মৃণালি, জাতীশ্বর প্রভৃতি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top