সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ বন্ধের দাবিতে জিডি

নিশি রহমান | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৭

নব্বই দশকের সুপারস্টার প্রয়াত অভিনেতা সালমান শাহ

নব্বই দশকের সুপারস্টার প্রয়াত অভিনেতা সালমান শাহ’র মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ বন্ধের জন্য সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ জিডি করেছেন তার মামা আলমগীর কুমকুম।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি  মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>> উপহারের গাড়ি নিয়ে গ্যাঁড়াকলে পড়েছি: হিরো আলম

সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম গতকাল (৮ ফেব্রুয়ারি) জিডিতে উল্লেখ করেন, আমার ভাগনে সালমান শাহ’র মৃত্যুর রহস্য নিয়ে মামলা এখনো চলমান রয়েছে। কিন্তু এর মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য ‘বুকের ভেতর আগুন’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে, যা আইনসম্মত নয়।

প্রসঙ্গত, ‘বুকের ভেতর আগুন’ নামের ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। গত (৬ ফেব্রুয়ারি) ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে আলমগীর কুমকুম সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে নির্মাতা অংশুকে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top