বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অবশেষে বড় পর্দায় মিষ্টি মেয়ে মেহজাবীন!

শাকিল খান | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৪:২৯

ছবি: সংগৃহীত

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন কবে চলচ্চিত্রে আসবেন? এমন প্রশ্ন অনুরাগীরা প্রতিনিয়তই করেন। গণমাধ্যমের মুখোমুখি হলেও মেহজাবীন এমন প্রশ্নের মুখে হরহামেশাই পড়েন। মেহজাবীনের সহজ উত্তর, সে রকম গল্প হলে অবশ্যই চলচ্চিত্র করব। আগে তো ব্যতিক্রম কিছু হতে হবে, ব্যাটেবলে মিলতে হবে। এর পরই-না চলচ্চিত্র! মেহজাবীন এরই মধ্যে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন।

অবশেষে ভক্তদের সেই আশা পূরণ হতে চলেছে। বড় পর্দায় দেখা যাবে মেহজাবীনকে। খুব শিগগিরই ‘জায়া’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করা হচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য।

মেহজাবীন বলেন, এর আগে ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। তা ছাড়া ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। এ জন্য বিশেষ যত্ন নিয়ে এই ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে।

জানা গেছে, এক তরুণীর পারিবারিক জীবনের গল্পকে ঘিরেই নির্মিত হবে ‘জায়া’। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। প্রথম চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন মেহজাবীন। সামনে শুরু হবে সিনেমার শুটিং।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top