চার দিনেই 'পুষ্পা-২' ছবির আয় ৮০০ কোটিরও বেশি
Nasir Uddin | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮
টিজার থেকেই ঝড় তুলেছিল সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২। এই সিনেমা মুক্তির পর যে ভয়ংকর আলোড়ন তৈরি করবে, তা নিয়ে সবাই নিশ্চিত ছিল। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা! ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে।
রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! আর বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৮০০ কোটি টাকা।
আয়ের রেকর্ড বানিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পুষ্পা ২ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি গত ৪ ডিসেম্বর প্রিমিয়ারে ১০.৬৫ কোটি, এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিন ৯৩.৮ কোটি টাকা এবং তৃতীয় দিন ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। চতুর্থ দিনের ১৪১.৫০ কোটি আয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫২৯ কোটি টাকা।
২০২১ থেকে ‘পুষ্পা ’র রাজত্ব শুরু। কাঁপিয়েছে বক্স অফিস। সেই হাইপ আরও উর্ধ্ব গগনে নিয়ে গেল 'পুষ্পা ২'। প্রায় তিন বছর ধরে ‘পুষ্পা’র সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। প্রত্যাশা পাহাড় প্রমাণ। চন্দনকাঠের চোরাকারবারের মজদুর হিসেবে পুষ্পা কাজ করেছে। আজ সেই চোরাকারবারের সিন্ডিকেটের মাথা সে। এবার সেই চোর-পুলিসের খেলার মাঝেই রাজনীতির জটিলতা। সবকিছুর মধ্যে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে পুষ্পা। যেমন অ্যাকশন তেমনই রোমান্স। নাম হি কাফি হে। পুষ্পা বলেই লোকে ৩ ঘণ্টা ১৫ মিনিটের সিনেমা। অন্যদিকে, হিন্দি সংস্করণেও ল্লু অর্জুন ম্যাজিক অব্যাহত রয়েছে। প্রথম তিন দিনেই পুষ্পা ২-এর হিন্দি ভার্সন ছাপিয়েছে ২০০ কোটির মাইলস্টোন যা দ্রুততম সময়ে ২০০ কোটি আয়ের রেকর্ড। ল্লু পিছনে ফেলেছেন শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’কেও। সূত্র: জিনিউজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।