স্বাবলম্বী হতে সরকারি ভাতা পেতেন সানি লিওন!
Nasir Uddin | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০০
অন্ধকার জগত থেকে বেরিয়ে এসে বলিউডে জায়গা করে নেন সানি লিওন। বর্তমানে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেই সময় পার করছেন তিনি। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক চমকপ্রদ প্রতারণার গল্প প্রকাশ হয়েছে। যেখানে সরকারের বিবাহিত নারীদের জন্য মাতারি যোজনা প্রকল্প থেকে ভারতীয় চিত্রনায়িকা সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি প্রতি মাসে ১ হাজার রুপি করে লুটে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজেপি সরকারের ‘মাতারি বন্দনা যোজনা’ প্রকল্পের আওতায় ছত্তিশগড়ের বিবাহিত নারীরা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ১ হাজার টাকা পান। এখন জানা গেছে, যেসব অ্যাকাউন্টে এই অর্থ জমা হচ্ছিল, তার একটি ছিল সানি লিওনের নামে। কিন্তু সানি লিওনি বাস্তবিক অর্থে সরকারের কাছ কোনো অর্থই নেননি।
এই ভাতা পেতে স্থানীয় এক ব্যক্তি নিজের স্ত্রীর নাম সানি লিওনি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এনডিটিভি এই ঘটনাটি সামনে নিয়ে এসেছে। খবরটি ফাঁস হতেই রাজ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরইমধ্যে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে। বীরেন্দ্র যোশীর বিরুদ্ধে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে এখনও আটক করা হয়নি।
ছত্তিসগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ্য এই ঘটনায় বিজেপিকে বেশ তুলোধোনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় থাকা ৫০ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া! তবে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা জবাবে বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস মহিলাদের এভাবে সাহায্য করতে পারেনি, বিজেপি মহিলাদের সাহায্য করছে দেখে তাদের সহ্য হচ্ছে না।’
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সানি লিওনির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিষয়: সানি লিওন বলিউড ভারত ছত্তিশগড় চিত্রনায়িকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।