ফের ফ্লপের মুখে জন ও ইমরান
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২০:৪৫
জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল শুক্রবার। ১৯৮০ ও ১৯৯০ সালে মুম্বাই শহরের বদলে যাওয়া দৃশ্যপট নিয়ে নির্মাণ হয়েছে এই অ্যাকশন-ড্রামা। মুক্তির দিন বক্স অফিসে তেমন সংগ্রহ করতে পারেনি সিনেমাটি। দ্বিতীয় দিনও ব্যর্থ হয়েছে।
আজ রোববার ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে জানিয়েছেন, শনিবার ভারতের বক্স অফিসে ‘মুম্বাই সাগা’ সংগ্রহ করেছে ২.৪০ কোটি রুপি। তাঁর হিসাবে—শুক্রবার ২.৮২ কোটি, শনিবার ২.৪০ কোটি; মোট সংগ্রহ ৫.২২ কোটি (ইন্ডিয়া বিজ)।
গেল বছরের জুনে সিনেমাটির মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে ১৯ মার্চ ভারতের দুই হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সঞ্জয় গুপ্ত পরিচালিত এ সিনেমা দর্শক ও সমালোচকদের নজর কাড়লেও বক্স অফিসে তেমন সংগ্রহ করতে পারছে না। জন আব্রাহাম ও ইমরান হাশমি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি, মহেশ মাঞ্জরেকার, কাজল আগরওয়াল, রোহিত রায়, গুলশান গ্রোভার ও প্রতীক বাবর। আশি ও নব্বই দশকে মুম্বাইয়ে গ্যাংস্টার, প্রতারণা ও সহিংসতার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে।
এনএফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।