৭ লাখ রুপি দিলেন লতা মঙ্গেশকর!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২১, ২১:৩৯
ভারতের হাসপাতালগুলোতে করোনা রোগীর উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়াচ্ছেন বিভিন্ন অঙ্গণের তারকারা। এবার সহায়তা দিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।
কোভিড আক্রান্তদের সহায়তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাত লাখ রুপি অনুদান দিয়েছেন লতা মঙ্গেশকর। মহারাষ্ট্র সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের মহাপরিচালক টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন।
গেল শনিবার ভারতে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়িয়েছিল। রোববার ও সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গেল দুদিন সে দেশে করোনা পরীক্ষাও হয়েছে কম। সোমবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ১৪৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।সম্প্রতি হাসপাতালগুলোতে অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ ও অনুদানে এবার ‘মিশন অক্সিজেন ইন্ডিয়া’য় যুক্ত হন বলিউড তারকা বরুণ ধাওয়ান।
সামাজিক পাতায় এ খবর নিশ্চিত করেন বরুণ ধাওয়ান নিজেই।কয়েক দিন আগে নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ও বেঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা কার্যক্রম শুরু করেন বলিউড তারকা সুনীল শেঠি।সম্প্রতি কোভিড-আক্রান্তদের সাহায্যার্থে ভক্তদের অনুদান দেওয়ার আহ্বান জানান বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও তাঁর স্বামী নিক জোনাস। সেই আহ্বানে সাড়া দিয়েছেন ভক্তরা।
এ ছাড়া অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অজয় দেবগন, সালমান খান, সুনীল শেঠি, সোনু সুদসহ বলিউডের অনেক তারকাই ভারতের এই করোনা-সংকটকালে সাহায্যের হাত বাড়িয়েছেন।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: করোনা লতা মঙ্গেশকর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।