শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নায়ক ফারুক আইসিইউতে আবার

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২১, ১৯:২৪

নায়ক ফারুক আইসিইউতে আবার

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ফারুক আবারও আইসিইউতে। কিছুদিন আগে খানিকটা সুস্থ হয়েছিলেন। আনা হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু আবারও অসুস্থ হওয়ায় আইসিইউতে নেয়া হয়েছে ‘সুজন সখী’র সুজনকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা ফারুক।

ফারহানা ফারুক সিঙ্গাপুর থেকে জানান, দীর্ঘদিন কোমায় থাকার পর খানিকটা উন্নতি হয়েছিল ফারুকের। তাকে নেয়া হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু দুদিনের মধ্যেই জটিলতা দেখা দেয়। তার জ্বর আসে। পরে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুকের স্ত্রী।

প্রসঙ্গত, নায়ক ফারুক বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই চিকিৎসা চলছে তার। ৪ মার্চ থেকেই তিনি সেখানে আছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top