এবারের স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব হীরালাল সেনকে উৎসর্গ করে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৮ জুন ২০২১, ২০:৩৪

এবারের স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব হীরালাল সেনকে উৎসর্গ করে

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১৮-২৫ জুন থেকে আট দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’- এর আয়োজন করেছে। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনকে।

১৬ জুন সংবাদ সম্মেলনে উৎসব আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম।

এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে ২টি বিভাগে (কাহিনি ও প্রামাণ্য) শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি শাখায় মোট ৭টি পুরস্কার প্রদান করা হবে। এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্প্রাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় আরো ৪টি পুরস্কার দেওয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top