এল ক্লাসিকো: মুখোমুখি বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২০:৪৫

এল ক্লাসিকো: মুখোমুখি বার্সা-রিয়াল

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে পুরনো এবং মর্যাদার দ্বৈরথের একটি ‘এল ক্লাসিকো’। আবেগ-সম্মানের সেই লড়াইয়ে রবিবার রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে চলতি মৌসুমে বার্সা-রিয়ালের দেখা হতে যাচ্ছে প্রথমবার। লা লিগার এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মানসিকভাবে এগিয়ে যেতে চায় দুদলই। ঘরের মাঠে খেলা হওয়ায় বার্সার কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, এল ক্লাসিকো নিয়ে তার মনে কোনো ভীতি কাজ করছে না। এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সুর বলছেন, বহুল চর্চিত এই দ্বৈরথের আগে ভয় পাওয়াটা নাকি ভালো।

বার্সা-রিয়াল ম্যানেজারের এমন দুই মন্তব্যে এল ক্লাসিকোর চরম উত্তেজনার উত্তাপে যেমন পানি ঢেলে দিয়েছে, তেমনি চলতি মৌসুমে শুরুর আগে দুই দলের অনেক তারকা খেলোয়াড় ক্লাব ছাড়ায় খানিকটা রঙও হারিয়েছে ঐতিহ্যবাহী এই লড়াই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top