কাতার বিশ্বকাপ-২০২২

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৭:৩২

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার

গত বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া এবার আরও ভালো কিছু করার ভাবনা নিয়ে কাতার বিশ্বকাপে এসেছিলো। তবে তাদের সেই স্বপ্ন প্রথমেই ধাক্কা খেলো মরক্কোর সামনে। গ্রুপ-এফ'র নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য সমতায় থেকেই মাঠ ছাড়তে হয়েছে লুকা মদ্রিচের দলকে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্বকাপের চতুর্থ দিনের প্রথম ম্যাচে আল বায়েত স্টেডিয়ামে মাঠে নামে ক্রোয়েশিয়া ও মরক্কো। ম্যাচের শুরু থেকেই একাধিক সুযোগ পায় উভয় দল। কিন্তু ডিফেন্ডারদের দায়িত্বশীল ভূমিকায় স্কোরলাইন শূন্যই থাকে।

ম্যাচের ১৮তম মিনিটে ডি-বক্সের বাইরে মরক্কো র ফুটবলার হাকিমিকে ফাউল করে বসেন মদ্রিচ। এতে ফ্রি কিক দেন রেফারি। তবে এ সুযোগ কাজে লাগাতে পারেনি মরক্কো। এ ছাড়া ম্যাচের ২৫তম মিনিটে চমকপ্রদ এক সুযোগ পান মরক্কোর ইউসুফ এন-নেসরি। এবারও সমর্থকদের হতাশ করেন তিনি।

ম্যাচের প্রায় ৪০ মিনিট পর্যন্ত অনেকটা অপরিপক্ব শট চালান লুকা মদ্রিচ। প্রথমার্ধের শেষ দিকেও দারুণ এক সুযোগ পায় ক্রোয়েশিয়া। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো পাস গোলবারের একদম কাছেই পেয়ে যান ভ্লাসিচ। কিন্তু ছন্দহীন নিচু শট সহজেই হাঁটু দিয়ে রুখে দেন মরক্কোর গোলরক্ষক।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় উভয় দল। তবে শেষ পর্যন্ত গোলশূন্য স্কোরলাইনেই মাঠ ছাড়ে দুই দল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top