শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মাস্ক পরিষ্কার রাখার সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৫২

মাস্ক পরিষ্কার রাখার সঠিক নিয়ম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবার মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। তবে প্রতিদিন মাস্ক ব্যবহারের পর তা পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মাস্ক পরলে তা উপকারের বদলে ক্ষতি হবে বেশি। তাই মাস্ক পরিষ্কারের নিয়ম জেনে রাখা জরুরি -

১. বাইরে থেকে বাড়ি ফিরে মাস্কের দড়ি, ফিতা বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলুন। মাস্কে সরাসরি হাত দেয়া যাবে না। এরপর তা সাবান জলে ভিজিয়ে কেচে নিতে হবে। তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।

২. এরপর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখতে হবে ছাদের কোনও আংটায়। ফিতে বা দড়ির অংশটি আংটা ধরে ঝুলবে। শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।

৩.পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে চুলায় বসান। পানি ফুটতে শুরু করলে সেই লবণ মেশানো গরম পানিতে মাস্ক দিয়ে ফুটিয়ে নেয়া যায়। এতে খুব সহজে মাস্কটি জীবাণুমুক্ত হবে।

৪. যদি রোদ না থাকে তবে ইস্ত্রির মাধ্যমে শুকানো যেতে পারে।

উল্লেখ্য, কোনও ভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top