রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

রিফাতের বাবার প্রতিবাদী অনশন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০৫

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হবে বুধবার (৩০ সেপ্টেম্বর)।

এ রায় কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বেলা সোয়া ১১টার দিকে পুরুষ নির্যাতন নিয়ে কাজ করা এইড ফর মেন ফাইন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা নিহত রিফাতের বাবাকে নিয়ে ন্যায়বিচার ও সব আসামির ফাঁসির রায়ের জন্য মানববন্ধন করেছে।

এসময় নিহত রিফাতের বাবা আবদুল্লাহ হালিম দুলাল শরিফ বলেন, আমার আদালতের প্রতি আস্থা রয়েছে। আমরা আশাবাদী সব আসামির ফাঁসির রায় দেওয়া হবে।

এদিকে রিফাত হত্যা মামলার রায়ের অপেক্ষায় উৎসুক মানুষের ভিড় দেখা গেছে আদালতপাড়ায়।

এইড ফর মেন ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, আমরাও আশাবাদী সব আসামিদের দৃষ্টান্তমূলক রায় দেবেন আদালত।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top