শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ব‌রিশা‌লের ৪ শিশুকে বাড়ি পৌঁছে দিলো প্রশাসন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ১৫:৪৩

ব‌রিশাল থেকে:

হাই‌কো‌র্টের আদেশের পর শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মি‌নি‌টে ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জে ধর্ষ‌ণের অভিযো‌গে দা‌য়েরকৃত মামলার ৪ নাবালক শিশু আসামি‌কে নিজ নিজ বা‌ড়ি‌তে পৌঁছে দি‌য়েছে প্রশাসনের কর্মকর্তারা।

সে সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যাল‌য়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পার‌ভেজ, বা‌কেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাস‌নের স্থানীয় কর্মকর্তারা।

শিশু‌দের ফিরে পে‌য়ে স্বজনরা আদাল‌তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন। পাশাপা‌শি মি‌থ্যা অভি‌যোগকারী‌দের বিরু‌দ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দা‌বি জানান।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ব‌লেন, আমরা উচ্চ আদাল‌তের নির্দেশনা পালন ক‌রে‌ছি। বিষয়‌টি নি‌য়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হ‌বে।

প্রসঙ্গত, ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেফতার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top