বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গাজীপুরের টিউলিপ দেখে মুগ্ধ নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২০

গাজীপুরে টিউলিপ বাগান পরিদর্শন করছেন নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত দাইজ ওজট্রা

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে চাষ হচ্ছে টিউলিপ ফুল। শনিবার (৪ ফেব্রুয়ারি) টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত দাইজ ওজট্রা।

শনিবার সকালে বাগান পরিদর্শনে গিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘চমৎকার ফুল ফুটেছে। মনে হচ্ছে নিজের দেশ নেদারল্যান্ডসে ফিরে গেছি। এখানে বিভিন্ন রঙের প্রচুর ফুল ফুটেছে। বাংলাদেশি পরিবেশে বাগানটি দেখে ভীষণ ভালো লাগছে।’

পরিবেশগত কারণে বাংলাদেশ ও নেদারল্যান্ডসে টিউলিপ ফোটার সময় ভিন্ন। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে টিউলিপ রপ্তানির সুযোগ আছে কি না জানতে চাইলে নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত দাইজ ওজট্রা বলেন, ‘রপ্তানির সুযোগ আছে। তবে এ ক্ষেত্রে দাম কম পাওয়ার আশঙ্কা আছে।’

আরও পড়ুন: স্বামী–স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কি কোন ঝুঁকি রয়েছে?

এর কারণ হিসেবে তিনি বলেন, ইউরোপে টিউলিপের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম। সেখানে প্রচুর টিউলিপের ফার্ম আছে। তবে ভিয়েতনাম, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে এই ফুল রপ্তানি করলে ভালো দাম পাওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি। তবে তিনি মনে করেন, বাংলাদেশে ফুলটির ব্যাপক চাহিদা থাকায় স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হওয়া যাবে।

এক দিন বাংলাদেশের সব জায়গায় টিউলিপ ফুল চাষ হবে বলে আশা প্রকাশ করেছেন উপরাষ্ট্রদূত। সকালে তিনি টিউলিপ বাগান পরিদর্শনে এসে বাগানটির উদ্যোক্তা দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেনের সঙ্গে ছবি তোলেন। তিনি টিউলিপ বাগানটি ঘুরে ঘুরে দেখেন। এ সময় সেখানে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে নতুন এই ফুল সম্পর্কে তাদের অনুভূতি জেনেছেন তিনি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top