শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

নরমাল ডেলিভারির জন্য যে দোয়া ও কোরআনের আমল করবেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১১:২৩

সংগৃহীত

নারীদের সন্তান প্রসবের প্রক্রিয়াকে ডেলিভারি বলা হয়। সাধারণত দুইভাবে সন্তান জন্ম নেয়— স্বাভাবিক (নরমাল) ডেলিভারি ও সিজারিয়ান (সি-সেকশন)। চিকিৎসকরা জানান, স্বাভাবিক প্রসবপ্রক্রিয়া সবচেয়ে প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি। এটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং মা ও শিশুর জন্য তুলনামূলকভাবে নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে, নরমাল ডেলিভারিতে মা ও নবজাতকের শারীরিক ঝুঁকি কম থাকে। এ ছাড়া মা ও শিশুর দীর্ঘমেয়াদি জটিলতা বা রোগের সম্ভাবনাও তুলনামূলকভাবে কম। তাই অনেক দম্পতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক প্রসবের প্রত্যাশা রাখেন।

ইসলামী দৃষ্টিকোণ থেকে নরমাল ডেলিভারির জন্য কোনো নির্দিষ্ট আমল বা দোয়া কোরআন ও হাদিসে সরাসরি বর্ণিত হয়নি। তবে যেহেতু সন্তান জন্ম একটি বিপদসংকুল ও কষ্টকর মুহূর্ত, তাই এ সময় বিপদের সময় পাঠযোগ্য দোয়া ও আমলগুলো করা যেতে পারে বলে মত দিয়েছেন ইসলামী বিশেষজ্ঞরা।

তারা পরামর্শ দেন, প্রসবের সময় সুরা রাদের ৮ নম্বর আয়াত ও সুরা ফাতিরের ১১ নম্বর আয়াত তিলাওয়াত করা যেতে পারে। কোনো মহিলা এই আয়াতগুলো পাঠ করে প্রসব-বেদনায় কাতর নারীর ওপর ফুঁ দিতে পারেন, অথবা কোনো পুরুষ পাঠ করে পানিতে ফুঁ দিয়ে সেই পানি গর্ভবতীকে পান করাতে পারেন এবং তা দিয়ে পেটে মালিশ করতে পারেন। বিশ্বাস করা হয়, আল্লাহ তায়ালা এর মাধ্যমে প্রসব সহজ করে দিতে পারেন।

এ ছাড়া আল্লাহ তায়ালার গুণবাচক নাম “আল-মুবদিয়ু” (اَلْمُبْدِئُ) উচ্চারণ করাও বরকতপূর্ণ বলে উল্লেখ করা হয়।

বিপদের সময় পাঠযোগ্য দোয়া :

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান।

অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আপনি ইচ্ছা করলে কঠিনকেও সহজ করে দেন।

আরেকটি দোয়া হলো—

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণ: রাব্বি আন্নি মাছছানিয়াদ্দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।

অর্থ: হে আমার রব! আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা আল-আম্বিয়া, আয়াত: ৮৩)

বিশেষজ্ঞরা বলেন, এসব দোয়া ও আমল মূলত মানসিক প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর সাহায্যের ওপর নির্ভরশীলতা বাড়ায়, যা মা ও সন্তানের সুস্থতার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top