শীতকালীন ত্বকের যত্নে ডার্ক চকলেটের ম্যাজিক
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:০৩
শীতের আগমনে হিম বাতাসে ত্বক শুষ্ক ও নরম হতে শুরু করে। এই সময়ে ত্বকের যত্নে ডার্ক চকলেট হতে পারে আপনার সেরা সহায়ক। ডার্ক চকলেটে রয়েছে ক্যাটচিন, পলিফেনল ও ফ্ল্যাভানল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে, আর্দ্রতা বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে।
ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ডার্ক চকলেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ফেস মাস্ক তৈরি করা যায়। যেমন:
কোকো-পাউডার ও মধুর পেস্ট: কোকো পাউডার, দারুচিনি, অরগানিক মধু ও সামান্য পানি মিশিয়ে মুখ ও গলায় লাগান ২০–৩০ মিনিট। ব্রণ দূর করে ত্বককে নরম রাখে।
গলানো চকলেট ও দুধের মাস্ক: চকলেট, দুধ, সি সল্ট ও ব্রাউন সুগার মিশিয়ে ১৫–২০ মিনিট ব্যবহার করলে ত্বক পুষ্টি পায় ও ফ্রি র্যা ডিক্যাল থেকে রক্ষা পায়।
কোকো-পাউডার, মুলতানি মাটি ও দইয়ের পেস্ট: লেবু ও নারকেল তেলের সঙ্গে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও ময়েশ্চারাইজড থাকে।
কোকো-পাউডার ও হেভি ক্রিম: সব ধরনের ত্বকের জন্য উপযোগী, ত্বককে হাইড্রেট ও নরম রাখে।
চকলেট ও ফলের মাস্ক: গলানো চকলেটের সঙ্গে কলা ও স্ট্রবেরি মিশিয়ে মুখে লাগালে ত্বক সতেজ ও আর্দ্র থাকে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফেস মাস্ক ত্বকের জন্য খুবই উপকারী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।