চুল ও ত্বকের যত্নে আলুর রসের ব্যবহার বাড়ছে জনপ্রিয়তা
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:২৩
চোখের নিচের কালো দাগ দূর করা থেকে শুরু করে চুলের যত্ন পর্যন্ত, ঘরোয়া প্রাকৃতিক উপায় হিসেবে আলুর রসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আলুর রস শুধু চোখের নিচের দাগ কমাতে সহায়ক নয়, এটি মাথার ত্বকের পিএইচ সমতা বজায় রাখতে, নতুন চুল গজাতে এবং রুক্ষ চুল কোমল করতে সাহায্য করে। এছাড়া মাথার ত্বকে অতিরিক্ত সেবাম ক্ষরণের নিয়ন্ত্রণেও আলুর রস কার্যকর।
ব্যবহারের উপায়:
আলু টুকরো করে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। আঙুলের সাহায্যে মাথার ত্বক ও চুলে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করা যায়।
শ্যাম্পু করা চুলে ১টি ডিমের কুসুম, ১ চা চামচ মধুর সঙ্গে আলুর রস মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এটি চুলকে কোমল করার পাশাপাশি নতুন চুল গজাতেও সহায়ক।
চুল ঝরার সমস্যা কমাতে ৫ চামচ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে হালকা হাতে মালিশ করতে পারেন। চাইলে নারকেল তেলও মেশানো যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাকৃতিক উপায় নিয়মিত ব্যবহার করলে চুলের ফলিকল মজবুত হয়, চুল ঝরা কমে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।