গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যেসব বিষয় সতর্ক থাকবেন
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫
আজকাল অনেক ঘরেই রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে সামান্য অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে—যেমন গ্যাস লিক বা বিস্ফোরণ। বিশেষজ্ঞদের মতে, এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটে ছোট ছোট ভুলের কারণে, যা সচেতন থাকলে এড়িয়ে চলা সম্ভব।
নিরাপত্তা মেনে চলার কিছু মূল নিয়ম:
সিলিন্ডারের স্থাপন:
সিলিন্ডার রাখুন ঠান্ডা, খোলামেলা ও শুকনো জায়গায়।
শিশুদের নাগালের বাইরে রাখুন।
সবসময় সোজা অবস্থায় রাখুন।
নিয়মিত রক্ষণাবেক্ষণ:
পাইপ ও ভালভে সাবান পানি দিয়ে লিক পরীক্ষা করুন।
লিক থাকলে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ কারিগরের সাহায্য নিন।
সিলিন্ডার পরিষ্কার রাখুন, মরিচা না পড়ার জন্য।
ভুল সংযোগ এড়ানো:
সংযোগ ভালোভাবে লাগানো আছে কিনা চেক করুন।
অস্থায়ী বা পুরনো পাইপ ব্যবহার করবেন না।
সিলিন্ডার স্থানান্তরের পর সংযোগ দেওয়ার আগে অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করুন।
রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা:
জানালা খোলা রাখুন।
সম্ভব হলে এক্সজস্ট ফ্যান ব্যবহার করুন।
ছোট ঘরে রান্না করলে আরও সতর্ক থাকুন।
পরিবারে সচেতনতা বৃদ্ধি:
পরিবারের সবাইকে সঠিক নিয়মগুলো শেখান।
ছোটদের জানিয়ে দিন, কী করলে বিপদ হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহার একদমই নিরাপদ, যদি সঠিক নিয়ম মেনে চলা হয়। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব, এবং নিজের পাশাপাশি পরিবারের সুরক্ষাও নিশ্চিত করা যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।