বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

কি আসলেই মুখ দেখতে হয় না ভাঙা আয়নায়!

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪

সংগৃহীত

ছোটবেলা থেকে আমরা শোনা বহু কুসংস্কারের মধ্যে একটি হলো “ভাঙা আয়নায় মুখ দেখা উচিত নয়।” কেউ বলেন এতে অমঙ্গল হয়, আবার কেউ মনে করেন ভাগ্য খারাপ হয়। তবে বাস্তব দিক থেকে এটা কি সত্যি?

বিশেষজ্ঞরা বলছেন, ভাঙা আয়নায় মুখ দেখলে কোনো অদৃশ্য শক্তি বা ভাগ্য খারাপ হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই বিশ্বাস মূলত পুরোনো কুসংস্কার, যা প্রাচীন ইউরোপ থেকে শুরু হয়ে ধীরে ধীরে বিভিন্ন সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে। তখন মানুষ বিশ্বাস করত, আয়নায় মানুষের আত্মার প্রতিচ্ছবি পড়ে। তাই ভাঙা আয়না আত্মার জন্য ক্ষতিকর।

তবে বাস্তব সমস্যাটা হলো নিরাপত্তা। ভাঙা আয়নায় মুখ দেখলে কাচের তীক্ষ্ণ টুকরো হাতে বা মুখে লাগতে পারে, চোখে ঢুকে যেতে পারে বা হাত কেটে যেতে পারে। এই ঝুঁকিই ধীরে ধীরে মানুষের মনে ভয় তৈরি করেছে, যা পরে কুসংস্কারে রূপ নেয়।

মানসিক দিক থেকেও, ভাঙা আয়নায় মুখ দেখতে গেলে মুখটি টুকরো টুকরো বা বিকৃত মনে হতে পারে, যা অস্বস্তিকর ভাব সৃষ্টি করে। তবে এটিও কোনো অমঙ্গল নয়, এটি শুধু মানুষের অনুভূতির বিষয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন:

ভাঙা আয়না অমঙ্গলের জন্য নয়, নিরাপত্তার কারণে সরিয়ে ফেলুন।

আয়নাটি মোটা কাগজ বা কাপড়ে মুড়িয়ে ফেলা উচিত।

নতুন আয়না ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

সংক্ষেপে বলা যায়, ভাঙা আয়নায় মুখ দেখলে ভাগ্য নষ্ট হবে— এমন কোনো প্রমাণ নেই। বিশ্বাসের চেয়ে সচেতনতা ও নিরাপত্তাই জরুরি। 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top