বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

হোটেল বা ট্রায়াল রুমে নজরদারি চলছে? জানুন নিজেই শনাক্ত করার কৌশল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪২

সংগৃহীত

কাজের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে ছুটি কাটাতে গিয়ে নিরিবিলি পরিবেশ ও নিশ্চিন্ত থাকার সুযোগ খোঁজেন বেশিরভাগ মানুষ। পাহাড়, সমুদ্র বা শহরের কোনো হোটেলে ওঠার সময় আরামই যেখানে প্রধান চাহিদা, সেখানে অনেকের মনেই উঁকি দেয় এক অস্বস্তিকর প্রশ্ন—হোটেল রুম বা ট্রায়াল রুমে লুকানো গোপন ক্যামেরা নেই তো?

বর্তমান সময়ে এই উদ্বেগ অমূলক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে স্মার্টফোনের সাহায্যেই বোঝা সম্ভব, আশপাশে কোনো হিডেন ক্যামেরা রয়েছে কি না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনই কয়েকটি কার্যকর পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে।

প্রথমেই ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের কোণ, আলমারি, দেয়ালের ঘড়ি, স্পিকার, টিভি রিমোট বা অন্যান্য সন্দেহজনক জায়গায় আলো ফেললে গোপন ক্যামেরার লেন্সে আলো পড়ে ছোট প্রতিফলন দেখা যেতে পারে।

এ ছাড়া অনেক হিডেন ক্যামেরায় ইনফ্রারেড আলো ব্যবহার করা হয়, যা খালি চোখে দেখা যায় না। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা চালু করে চারপাশে ঘোরালে যদি কোথাও লালচে আলো দেখা যায়, তবে সেটি ইনফ্রারেড লাইট হতে পারে এবং সেখানে ক্যামেরা লুকানো থাকার সম্ভাবনা থাকে।

প্রযুক্তির সাহায্যে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইলে ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’ বা ‘ফিং’-এর মতো অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এই অ্যাপগুলো ফোনের সেন্সর ও নেটওয়ার্ক ব্যবহার করে আশপাশে থাকা গোপন ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস শনাক্ত করতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা আরও জানান, অনেক হিডেন ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে। সে ক্ষেত্রে হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে অচেনা বা সন্দেহজনক ডিভাইস সংযুক্ত আছে কি না তা দেখে নেওয়া জরুরি।

নিয়মিত ভ্রমণকারীদের জন্য বাজারে পোর্টেবল হিডেন ক্যামেরা ডিটেকশন ডিভাইসও পাওয়া যায়, যা দ্রুত ও নির্ভুলভাবে লুকানো ক্যামেরা শনাক্ত করতে সক্ষম।

যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয়, তাহলে দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনে রুম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা যে কোনো ভ্রমণের ক্ষেত্রেই সর্বাগ্রে গুরুত্ব পাওয়ার কথা।

অল্প কিছু সতর্কতা আর সচেতনতা ভ্রমণকে করে তুলতে পারে অনেক বেশি নিরাপদ ও নিশ্চিন্ত—এমনটাই মত বিশেষজ্ঞদের।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top