লকডাউনেও গাড়ির চাপ, যানজট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ২২:৩৩
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (০৬ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ দেখা গেছে। বেড়েছে যানজটও।
যে গাড়িগুলো বের হয়েছে তারা কেনো বের হয়েছে সেটা পুলিশ চেকপোস্টের মাধ্যমে জেনে নিচ্ছে এবং প্রতিটি গাড়ি চেক করছেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, যেসব পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সেসব প্রতিষ্ঠানের গাড়ি পাওয়া যাচ্ছে। তবে লকডাউনে যাদের চলাচলের অনুমতি আছে, তারাই রাস্তাই বের হচ্ছেন।
তবে যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া মানুষদের আটকে দেয়া হচ্ছে। তাদের গ্রেপ্তারসহ নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।
সকাল ১০টার দিকে রামপুরায় বিটিভি চেকপোস্টে ১০ থেকে ১২ জনকে ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। তারা জানিয়েছে, ঘরে তারা কাজে বের হয়েছিলেন। পুলিশ আটকে বসে থাকার শাস্তি দিয়েছে।
এই চেকপোস্টে দায়িত্বে থাকা ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান বলেন, আমরা প্রত্যকটি গাড়ি চেক করে ছাড়ছি। লকডাউনে চলাচলের অনুমতি আছে এমন মানুষ ও তাদের গাড়ির সংখ্যাই বেশি। তবে জরুরি প্রয়োজন ছাড়া যাদের সড়কে চলাচল করতে পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়কটি শহরের ব্যস্ততম সড়কগুলোর একটি। আজকে গাড়ির সংখ্যা গত কয়েক দিনের তুলনায় বেশি দেখা গেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।