রাশিয়ার স্পুটনিক-ভি টিকা পেতে চুক্তি করেছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ০০:৫২
রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা স্পুটনিক-ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (০৬ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এখন শুধু বাংলাদেশ সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা। টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশ কিছু বিষয় নিয়ে রুশ সরকারকে সংশোধনী দিয়েছিল বাংলাদেশ। পরে সেসবের সংশোধনী এনে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়। ফলে রাশিয়া থেকে স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন পেতে আরও একধাপ এগিয়ে গেল দেশ।’
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।