শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দেশে করোনা পরিস্থিতি

করোনায় ২৪ ঘন্টায় শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু আরও ১৯৯

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ০২:৩১

করোনায় ২৪ ঘন্টায় শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু আরও ১৯৯

করোনাভাইরাসে দেশে গত এক দিনে ১৯৯ জনের মৃত্যু হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর রেকর্ড হয়।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। এর আগে বুধবার ১১ হাজার ১৬২ ও মঙ্গলবার ১১ হাজার ৫২৫ জন শনাক্তের তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। নতুন মৃতদের মধ্যে ৬৫ জনই ঢাকার। এছাড়া খুলনার ৫৮, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের ৬ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৯ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দু্ইজন রয়েছেন। এ নিয়ে দেশে করোনার মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৯৩ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top