২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৬:৪৬

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গে‌ছে। সেই অনুযায়ী বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে ২১ জুলাই (বুধবার)।

রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শে‌ষে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম স‌চিব ড. নুরুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ফাউ‌ন্ডেশ‌নের বোর্ড অব গভর্নরস সদস‌্য ড. কা‌ফিলু‌দ্দিন সরকার সা‌লেহী, শোলা‌কিয়ার ইমাম মাওলানা ফ‌রিদ উদ্দীন মাসউদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়াসহ প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top