রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আরো ২৯ প্রাণহানি, এ পর্যন্ত মৃত্যু ৪৪১২ জনের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক। নিউজফ্ল্যাশ৭১.কম

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা চার হাজার ৪১২ জনে পৌঁছেছে।

করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। আর মৃত ২৯ জনের মধ্যে পুরুষ ২২জন নারী সাতজন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার কমে ১৪ দশমিক ৭৬ শতাংশে দাঁড়িয়েছে। যদিও সময়ে নমুনা পরীক্ষাও কমেছে।

আজ শুক্রবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটিপিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩৬৯টি নমুনা সংগ্রহ ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ হাজার ১১১টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার দশমিক ৩৭শতাংশ।

পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী চার হাজার ৪১২ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৪৫৪ (৭৮ দশমিক ২৯ শতাংশ) জন এবং নারী ৯৫৮ জন (২১ দশমিক ৭১ শতাংশ)

এমকে/এনএফ৭১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top