• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঢাকায় আন্তর্জাতিক শান্তি সম্মেলন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০০:০২

ঢাকায় আন্তর্জাতিক শান্তি সম্মেলন ডিসেম্বরে

ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরের ৪ ও ৫ ডিসেম্বর ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করতে যাচ্ছে সরকার।

যেসব ব্যক্তি সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করছেন, সে ধরনের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়কসহ বিভিন্ন ব্যক্তিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে বঙ্গবন্ধু পুরস্কার প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার।

সোমবার (১২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় পুরস্কার দিয়ে থাকে, যেমন- ভারতে গান্ধী পুরস্কার দেওয়া হয়।’

শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’ তবে তিনি বলেন, ‘ইউনেস্কোর সঙ্গে বঙ্গবন্ধুর নামে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি চলমান রয়েছে।’ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এখানে রাষ্ট্র বা সরকার-প্রধানকে আমন্ত্রণ জানানোটা উদ্দেশ্য নয়। বরং শান্তির জন্য যারা সত্যিকারভাবে চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি মহাসম্মেলন হবে।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top