শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৭:৫৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন। বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিক ভাবে চলছে বলে তিনি মনে করেন। সেই সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবেও তার সাফল্য কামনা করেছেন রওশন এরশাদ। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-কে ফোন করে বলেছেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোন কিছুর সাথে সম্পৃক্ত নই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top