পুরোনো রূপে রাজধানী ঢাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১৮:৫২
ঈদ উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। তাই বৃহস্পতিবার সকাল থেকে চিরচেনা রূপে দেখা যাচ্ছে রাজধানী ঢাকাকে।
বৃহস্পতিবার সকাল থেকে চলতে শুরু করেছে সকলপ্রকার গণপরিবহন। খুলেছে দোকানপাট। সকালে রাজধানীর মিরপুর ১, ২ ও ১০ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে বাস।
ভাড়া বেশি হলেও গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করছিলেন অনেকেই। মিরপুর ১ নম্বর থেকে মঞ্জুরুল আলম এক চাকরিজীবী বলেন, ‘৪০ টাকা ভাড়া দিয়ে খিলগাঁও থেকে লাব্বাইক বাসে করে মিরপুর এলাম। তারপরও স্বস্তি যে বাসে আসতে পারলাম। লকডাউনে যখন গাড়ি বন্ধ ছিলো, তখন ৫০০ টাকা খরচ করেও অফিসে আসতে হয়েছে।’
এদিকে, দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, ‘আজ থেকে সব ধরনের গণপরিবহন চলছে। কিন্তু করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনগণ যাতে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে চলে সেই জন্য আমরা কাজ করছি।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।