বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ২১:৩৯

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়ে হয়েছে। গেল ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় করা হয়েছে। এছাড়া এই সময়ে সেতুতে রেকর্ড সংখ্যক পরিবহন সেতু পারাপার হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, রোববার (১৮ জুলাই) সকাল ৬টা হতে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এতে সেতুতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সব্বোর্চ রেকর্ড সৃষ্টি করেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top