মহামারির মধ্যে আরও একটি ঈদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২১, ২০:৫৯
মহামারি প্রকোপের মধ্যে আরও একটি ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ঈদের আনন্দর চেয়ে করোনা নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা আর অনিশ্চয়তা বেশি।
দু’শ্চিন্তা আর অনিশ্চয়তা নিয়েই মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তাইতো ঈদের দুই রাকাত নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে দুই হাত তুলে মহামারি করোনা থেকে মুক্তির ফরিয়াদ জানিয়েছেন তারা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস থেকে মুক্তি এবং অসুস্থদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেয়া বিভিন্ন মুসল্লিদের সাথে কথা বলে জানা গেছে, বাবা-মা, ভাই-বোন সবাই বরিশালের। মহামারি করোনার কারণে অনেকেই গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকায় একা ঈদ করছেন।
কেউ কেউ এও বলেন, ঈদের নামাজ আদায় করছি, কোরবানি দিচ্ছি, কিন্তু করোনার আতঙ্ক মন থেকে যাচ্ছে না। নামাজ শেষে মোনাজাতে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করা হয়েছে। এ বালা-মুসিবত আল্লাহতালা নিয়ে এসেছেন, তিনিই এ বালা-মুসিবত নিয়ে যাবেন। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কবে আমরা এ সমস্যা থেকে মুক্তি পাব।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ঈদুল আযহা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।