পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগায় পরিদর্শনে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৮:৫৪
পদ্মা সেতুর পিলারের রো রো ফেরির ধাক্কা লাগায় তা নিখুঁতভাবে খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠে নেমেছে তদন্ত কমিটি। গঠন করা ৪ সদস্যের তদন্ত কমিটি শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের শিমুলিয়ায় শনিবার (২৪ জুলাই) যাচ্ছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ম্যানেজার মোঃ ফয়সাল।
মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ জানান, সংশ্লিষ্ট ঘটনায় গতকাল রাতে পদ্মা সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ওই ফেরির চালকের লাইসেন্স ও দক্ষতাসহ ঘটনার তদন্তের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। এরপরই ঘটনা তদন্তে নেমেছে শিবচর থানা পুলিশ।
এদিকে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ম্যানেজার মোঃ ফয়সাল আরও জানান, লকডাউনের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রী চাপ নেই। বাংলাবাজার ঘাটে শতাধিক যানবাহন রয়েছে এবং কিছু যাত্রী ঢাকার দিকে আসছে। সকাল থেকে এ রুটে সীমিত আকারে ৭ টি ফেরি চলছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: পদ্মা সেতু পিলারে ধাক্কা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।