জাপানের উপহার হিসেবে আড়াই লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০১:৫৯

জাপানের উপহার হিসেবে আড়াই লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

জাপান সরকারের উপহার হিসেবে দেয়া ২লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) বেলা পৌনে তিনটায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টিকাগুলো গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া আগামী শুক্রবার আরও প্রায় ৫ লাখসহ মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান সরকার দেবে বলে এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান।

টিকার মজুদ শেষ হয়ায় প্রথম ডোজ নিয়েছিলেন এমন কয়েক লাখ মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন। জাপান সরকারের উপহার দেয়া এসব টিকা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে দেয়া হবে বলে জানা যায় ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top