শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনার সাথে বাড়ছে ডেঙ্গু, বাড়ি গিয়ে পাওয়া যাচ্ছে না রোগীদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ২১:১৬

করোনার সাথে বাড়ছে ডেঙ্গু, বাড়ি গিয়ে পাওয়া যাচ্ছে না রোগীদের

একদিকে করোনা আরেকদিকে ডেঙ্গু। করোনার সাথেই তাল মিলিয়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। দেশে শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন।

রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত একদিনে এইটাই সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) থেকে আরো জানা যায়, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৬৭৯ জনের মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ১৩০৭ জন। এছাড়া জুন মাসে আক্রান্ত হন ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন। কিন্তু এমন অনেকে আছে যাদের ঠিকানায় গিয়েও পাওয়া যাচ্ছে না তাদের।

দক্ষিণ সিটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সালেহ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, এই সিটি করপোরেশনের অঞ্চল-২ (মতিঝিল, পল্টন, শাহজাহানপুর থানা ও খিলগাঁও থানার একাংশ) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৯২। এর মধ্যে ৩৫ জনের ঠিকানায় গিয়ে তাঁরা রোগী পেয়েছেন। বাকিদের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি।


এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: ডেঙ্গু


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top