শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দেশে করোনায় আরও ২০ জনের প্রাণহানি, শনাক্ত ১৩৩৫

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:৩৯

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৩৮ জনের।

এছড়া, গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৩৮৬টি নমুনা সংগ্রহ ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৩৩৫ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ এক হাজার ৫৮৬ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫২৩ জনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৮ হাজার ১২৩ জনে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৭৫০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কোটি ৩৭ লাখ ৮০ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন কোটি ২১ লাখ ৮০ হাজার।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top