মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

আজ থেকে খুলেছে দেশের পোশাক কারখানাগুলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ১৯:০৯

আজ থেকে খুলেছে দেশের পোশাক কারখানাগুলো

আজ থেকে খুলেছে দেশের পোশাক কারখানাগুলো। কাল থেকেই রাজধানী ফিরছে অসংখ্য শ্রমিক। রোববার (১ আগস্ট) সকাল ৮টার মধ্যে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন তারা।

যদিও চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছিলো স্বাস্থ্য অধিদফতর। তবে ১ আগস্ট থেকেই খুলে দেয়া হয়েছে দেশের পোশাক কারখানাগুলো। বড় বড় কারখানায় কঠোর স্বাস্থ্যবিধি মানা হলেও কোথাও কোথাও দেখা গেছে ঢিলেঢালা মনোভাব।

সকালে রাজধানীর বিভিন্ন তৈরি পোশাক কারখানা ঘুরে দেখা গেছে, ৮টার আগেই দলে দলে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। এদের বেশিরভাগই নারী শ্রমিক। আবার কেউ কেউ ভিড় করছেন নতুন কাজের জন্যও। তাদের অনেকেই জানিয়েছেন, হঠাৎ গার্মেন্টস খোলার কথা শুনে অনেক কষ্ট করে দূর-দূরান্ত থেকে এসেছেন তারা। আবার কেউ কেউ ঢাকাতেই ছিলেন বলে জানান।

হেমায়েতপুরের কে এম ফ্যাশনস এ গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সবার তাপমাত্রা মেপে ভেতরে ঢোকানো হচ্ছে সেখানে। এ বিষয়ে কে এম ফ্যাশনস এর কর্মকর্তা নিউজফ্ল্যাশকে জানান, কারো তাপমাত্রা বেশি হলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, ফ্যাক্টরিতে প্রায় ৫০০ জন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী আছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছি।’

সেখানকার এক কর্মচারী জানান, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরিতে প্রবেশ করেছি। তবে আজ মনে হয় সবাই যোগ দিতে পারবে না। কারণ এখনো বেশ কিছু সহকর্মীরা এখনো গ্রাম থেকে আসতে পারেনি।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top