সড়কে বেড়েছে গাড়ির চাপ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ১৯:১৮
করোনাভাইরাস সংক্রমণে সারাদেশে কঠোর বিধিনিষেধ চললেও গণপরিবহন চলাচলের ঘোষণায় বেড়েছে সড়কে গাড়ির চাপ। রোববার (১ আগস্ট) সাভারের সড়কে দেখা গেছে আন্তঃজেলা ও লোকাল বাস, ট্রাক, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির আধিক্য। সেই সঙ্গে রয়েছে রিকশার চাপও।
সকাল ৭টায় সাভারের আশুলিয়া, বাইপাল, জামগড়া, শ্রীপুর, নরসিংহপুর, জিরাবো, আশুলিয়া বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির তেমন চাপ না থাকলেও আশুলিয়া বাইপাল-আবদুল্লাহপুর সড়কে দেখা গেছে গাড়ির চাপ।
তবে কঠোর বিধিনিষেধের গেল ৯ দিনের তুলনায় সড়কে বেড়েছে গাড়ি অনেক। মাইনুল ইসলাম দেওয়ান নামের এক যাত্রী বলেন, সকাল থেকে সড়কে গাড়ির চাপ বেড়েছে। অফিসে যেতে কোনো সমস্যা হবে না। মহসিন নামের এক চা বিক্রেতা বলেন, গেল কয়েক দিন কঠোর লকডাউনে চেয়ে রাস্তায় গাড়ি সংখ্যা বেড়েছে। মানুষ বের হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।