শোকাবহ আগস্ট!

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ১৯:৪৮

শোকাবহ আগস্ট!

শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। বছর ঘুরে এই আগস্ট মাস এলেই যেন মনে পড়ে যায় বাঙালির ইতিহাসের কলঙ্কিত সেই অধ্যায়ের কথা। স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। ঘাতকরা ১৫ আগস্ট কালোরাতে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। এই হত্যাকান্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মণি, কর্নেল জামিলসহ ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন।

ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি জাতি সে নিষ্ঠুর হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও আগস্ট এলেই যেন ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার চেতনা জেগে ওঠে নতুন করে।

প্রতিবারের মত এবারও ১৫ আগস্টকে সামনে রেখে প্রথম দিন থেকেই শুরু হচ্ছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। তবে করোনা পরিস্থিতির কারণে সব কর্মসূচীই পালিত হবে সীমিত আকারে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: আগস্ট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top